গ্রিসে বন্যায় নিহত ১১ পানিবন্দি হাজারো মানুষ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রিসে বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

সেন্ট্রাল গ্রিসে পানিবন্দি হয়ে পড়েছেন শত শত গ্রামবাসী। হেলিকপ্টারের মাধ্যমে ছাদ থেকে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি সেনা সদস্যরা রাবার বোটে করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা সেনা সদস্যরা সেন্ট্রাল গ্রিসের একাধিক গ্রামে উদ্ধার কাজ চালাচ্ছেন। তিন মিটার গভীর পানিতে ডুবে আছে একাধিক গ্রাম।

উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে রাবার বোট। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

এথেন্স থেকে প্রায় ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) উত্তরে থেসালি এলাকায় ১০টি মৃতদেহ মেলে। গ্রিক নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াসের মতে, চারজন ব্যক্তির দুর্যোগের ফলে নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।