ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪০তলা থেকে লিফট ছিঁড়ে নিহত সাত

৪০তলা থেকে লিফট ছিঁড়ে নিহত সাত

ভারতের পশ্চিম উপদ্বীপ অঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় থানের বলকুম এলাকায় একটি ৪০ তলা বিল্ডিংয়ের লিফট ভূগর্ভস্থ ৩ তলা বেসমেন্টে ভেঙে পড়ে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভি।

গতকাল সোমবার থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, লিফটে মোট সাতজন শ্রমিক ছিলেন এবং তাদের সবাই দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতরা হলেন, মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথলেশ (৩৫), করিদাস (৩৮) এবং সুনীল কুমার দাস (২১)। আরেকজন নিহত শ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত রোববার ৫.৩০ থেকে ৬.৪৫ এর মধ্যে থানে শহরের রুনওয়াল কমপ্লেক্স নামক বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনের ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল। পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্তে লিফটের দড়ি ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা লিফট থেকে নামছিলেন। কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত