পুতিনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই : ক্রেমলিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে তখন তার সঙ্গে লড়াই করার মতো প্রকৃত কোনও প্রতিদ্বন্দ্বী থাকবে না। গতকাল সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ রাশিয়ার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। পেশকভ বলেছেন, প্রেসিডেন্ট এখনও তার প্রার্থিতার বিষয়ে মনোনয়নের ঘোষণা দেননি। ‘তবে আমরা যদি ধরে নিই যে, তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তাহলে বর্তমান পর্যায়েও প্রেসিডেন্টের জন্য সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হবে না,’ বলেন ক্রেমলিনের এই মুখপাত্র। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের প্রতি জনগণের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সোভিয়েত আমলের দুর্র্ধষ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক এজেন্ট ভ্লাদিমির পুতিন দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অস্থিতিশীল রাশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার মাধ্যমে দেশটিতে নিজের আধিপত্য জোরাল করেছেন তিনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের পাঠিয়ে পুরোমাত্রার এক যুদ্ধের সূচনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউরোপে পশ্চিমাদের সাথে রাশিয়ার বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে। ইউক্রেনে যুদ্ধ মস্কোর পরিকল্পনা মাফিক চলছে না।