ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন : বহু হতাহত

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন : বহু হতাহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হানোইয়ে একটি ৯ তলা ভবনে ‘বড়’ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই আগুনে পুড়ে এক ডজন মানুষের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ভবনটিতে আগুন লাগে। তবে ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বার্তাসংস্থাটি জানিয়েছে এ ঘটনায় ১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, ভবনটিতে ১৫০ জন মানুষের বসবাস ছিল। এর মধ্যে ৭০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সরকারিভাবে এখনো হতাহতের খবর জানানো হয়নি। এদিকে ভবনটিতে যখন আগুন লাগে তখন সেটির বাসিন্দারা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে যারা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, তারা চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারেননি। কারণ ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি দরজাই ছিল। এটির জানালাগুলো লোহার গ্রিল দিয়ে আটকানো ছিল এবং ভবনটিতে কোনো জরুরি বহির্গমন দরজা ছিল না। যে ভবনে আগুন লেগেছে সেখানকার এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘সাহায্য চাওয়া অনেক মানুষের চিৎকার শুনতে পাই। কিন্তু আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতটাই বদ্ধ ছিল যে, বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। হতাহতদের বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না।’ তিনি আরো বলেছেন, ‘আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখনই পোড়া গন্ধ পাই। বাইরে বের হয়ে আমি আগুন দেখতে পাই।’ এই নারী আরো বলেছেন, ‘সব জায়গায় ধোঁয়া ছিল। উঁচু একটি তলা থেকে একটি শিশুকে নিচে ছুড়ে দেওয়া হয়। আমি জানি না ওই শিশুটি বেঁচে আছে কি না। যদিও অনেকে ম্যাট্রেস দিয়ে তাকে ধরার চেষ্টা করেন।’ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, ফায়ার ফাইটাররা সিঁড়ি এবং হোস পাইপ নিয়ে এসেছেন। ওই সময় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। এদিকে ভিয়েতনামের বাণিজ্যিক শহর হো চিন মিনহে গত বছর একটি তিন তলা ভবনে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত