ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১১

ভারতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১১

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের ভরতপুরের একটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় অন্তত ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের ভরতপুরের একটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় অন্তত ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

পুলিশ বলছে, বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তরপ্রদেশের বৃৃন্দাবনের দিকে যাওয়ার সময় গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার কবলে পড়েছে। রাজস্থানের একটি ফ্লাইওভারের ওপর বাসটি থেমে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বাসের জীবিত একজন যাত্রী বলেছেন, চালক ও কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুতগতির ট্রাকটি বাসে ধাক্কা মারে। পুলিশ বলছে, বাসটি লখনপুর এলাকার অন্তরা ফ্লাইওভারে থাকাকালীন জ্বালানি ফুরিয়ে যায়। পরে সেখানে বাসটি থামিয়ে চালক ও কিছু যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় দ্রুতগতিতে ছুটতে থাকা ট্রাকটি বাসের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন নারীর প্রাণহানি ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত