ভূমিকম্পের আগে মরক্কোর আকাশে রহস্যময় আলো

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো। দেশটিতে গত শুক্রবার ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এবার এ ভূমিকম্প নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশটির আকাশে ভূমিকম্পের আগমুহূর্তে রহস্যময় আলো দেখা গেছে। যা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা হচ্ছে। দ্য ডেইলি মেইল জানিয়েছে, অ্যাটল্যাস পর্বতমালার উপরে গত শুক্রবার রাতে আলোর বিশাল ঝলক দেখা গিয়েছিল। এর ঘণ্টাখানেকের মধ্যেই মারাখোশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সংবাদমাধ্যম জানিয়েছে, আলোর এ বিষয়টি যাচাই-চাছাই করা যায়নি। তবে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকে এটিকে আকাশে উড়ন্ত কোনো বস্তু, আবার কেউ কেউ এটিকে কেবল গুজব হিসেবে মন্তব্য করছেন। অনেকের ধারণা, রাতের আকাশে দেখতে পাওয়া ওই আলোর ঝলকানি ভূমিকম্পের সতর্কবার্তা। এটি সাধারণত ভূমিকম্পের সময়ে ভূপৃষ্ঠে সংঘটিত কোনো প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে ঘটে থাকে। যদিও বিষয়টি নিয়ে কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি।