ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিকে ‘স্বৈরশাসক’ বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

শিকে ‘স্বৈরশাসক’ বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়া বেয়ারবক। এরপর এ মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজধানী বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ফ্লোরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। বেয়ারবক গত বৃহস্পতিবার নিউইয়র্ক সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টকে ‘ডিক্টেটর’ বা ‘ স্বৈরশাসক’ বলে অভিহিত করেন। মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্য যদি রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে পরাজিত হতে দেয়, তাহলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো স্বৈরশাসকরা উৎসাহিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত