শিকে ‘স্বৈরশাসক’ বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়া বেয়ারবক। এরপর এ মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজধানী বেইজিংয়ে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ফ্লোরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। বেয়ারবক গত বৃহস্পতিবার নিউইয়র্ক সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টকে ‘ডিক্টেটর’ বা ‘ স্বৈরশাসক’ বলে অভিহিত করেন। মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্য যদি রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে পরাজিত হতে দেয়, তাহলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো স্বৈরশাসকরা উৎসাহিত হবে।