ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত  করার দাবি রাশিয়ার

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপসহ কৃষ্ণসাগর এবং বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার কোনো কোনোটি আবার মোকাবিলা করেছে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার তারা ইউক্রেনের বিভিন্ন বেনামি আকাশ যানের (ড্রোন) হামলাকে ব্যর্থ করে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব আকাশে ইউক্রেনের এসব হামলা ব্যর্থ করা হয়েছে। এ ছাড়া ইস্ট্রা ও ডোমোদেদোভা জেলা, বেলগোরোদ এবং ভোরোনেজ অঞ্চলেও কিয়েভের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে পাঁচটি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের হামলায় কোনো হতাহতের খবর জানায়নি রাশিয়া। সেভাস্তোপল অঞ্চলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, গত বুধবার রাতেই ক্রিমিয়ার বৃহত্তম শহর এবং কৃষ্ণসাগরের পাশে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত