ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ড্রোন আনল ইরান

বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ড্রোন আনল ইরান

সামরিক শক্তিতে একের পর এক তাক লাগানো সাফল্য দেখিয়ে চলছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। বিশেষ করে ড্রোন তৈরিতে তেহরানের ক্রমাগত সাফল্য বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে দেশটির প্রতিদ্বন্দ্বীদের। এরই মধ্যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে ইরানি এসব ড্রোনের কার্যকারিতা। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় গত শুক্রবার নিজেদের তৈরি সবচেয়ে দূরপাল্লার ড্রোন উন্মোচন করেছে ইরান। দেশটির দাবি, বিশ্বব্যাপী যত সামরিক ড্রোন রয়েছে তার মধ্যে তেহরানের তৈরি এই ড্রোনটি সবচেয়ে দীর্ঘপাল্লার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত