ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ দেশ মিয়ানমার

বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ দেশ মিয়ানমার

বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ দেশ এখন মিয়ানমার। বিশ্বজুড়ে রাজনৈতিক সহিংসতার মাত্রা নির্ধারণ বিষয়ে নতুন একটি গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট বা এসিএলইডি নামের একটি সংস্থা। বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থাটি। এ তালিকায় পরের চারটি চরম সংঘাতপ্রবণ দেশ হচ্ছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন এবং নাইজেরিয়া। তালিকায় আছে বাংলাদেশের নামও। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকেও বাংলাদেশের পাশাপাশি ‘উচ্চমাত্রার সংঘাতপ্রবণ’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত