ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানবাধিকার পরিষদে ফিরতে চায় রাশিয়া

মানবাধিকার পরিষদে ফিরতে চায় রাশিয়া

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পুনরায় যোগ দিতে চাইছে রাশিয়া। আগামী মাসে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের ফলাফল রাশিয়ার আন্তর্জাতিক অবস্থানের মূল পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। বিগত বছরের এপ্রিলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জের ধরে জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে বহিষ্কৃত হয় রাশিয়া। হারানো সদস্যপদ ফিরে পাওয়ার জন্য প্রায় দেড় বছর পর আবার চেষ্টা শুরু করেছে দেশটি। খবর বিবিসির।

তিন বছর মেয়াদের জন্য মানবাধিকার পরিষদে ফিরতে হলে, আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে জিততে হবে রাশিয়াকে।

এজন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে তাদের। নির্বাচনে জাতিসংঘের সদস্য দেশগুলোর সমর্থন আদায়ের জন্য কাজ শুরু করে দিয়েছেন রুশ কুটনীতিকরা। এরই মধ্যে জাতিসংঘের সদস্যদের কাছে সমর্থন চেয়ে প্রচারপত্র পাঠিয়েছেন তারা। এই প্রচারপত্রে দেখা যায়, ‘মানবাধিকার সমস্যাগুলির জন্য পর্যাপ্ত সমাধান’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। সদস্যপদ ফিরে পেলে, মানবাধিকার পরিষদকে যেন কেউ ‘কয়েকটি দেশের একটি বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক ইচ্ছাপূরণের উপকরণ হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে বলেও বার্তা দিয়েছে দেশটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া ছোট দেশগুলোকে তাদের ভোটের বিনিময়ে শস্য ও অস্ত্র সরবরাহ করার প্রস্তাব দিচ্ছে দেশটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত