গাঁজার চকলেট খেয়ে হাসপাতালে ৬০ শিশু

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলেকিত ডেস্ক

গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০টির বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এমন ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান দেশ জামাইকায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জামাইকার শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সে। এতে বলা হয়, রংধনু রঙের চকলেট খেয়ে প্রাথমিক স্কুলের ৬০টির বেশি শিশু বমি করতে থাকে। পরে তারা অচেতন হয়ে পড়ে। এ নিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেওয়া সাক্ষাৎকারে লিখেন- শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্যের অযৌক্তিক বিক্রয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষাব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে কাজ করব। এর আগে গত সোমবার উইলিয়ামস বলেন, দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়েছে। ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জামাইকায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বৈধভাবে ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন। ২০১৫ সালে দেশটিতে এই আইন করা হয়।