যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যুক্তরাষ্ট্রে ধর্মঘটে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। গত বুধবার থেকে দেশটির ৭৫ হাজার স্বাস্থ্যকর্মী এ ধর্মঘট শুরু করেছেন। খবর পার্সটুডে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনদিনের আল্টিমেটাম দিয়ে এ ধর্মঘট শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। সাম্প্রতিক ইতিহাসে দেশটিতে এমন ধর্মঘট হয়নি। আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে ভয়াবহ মূল্যস্ফীতির মধ্যে স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন আয় কমে গেছে। অন্যদিকে তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। ফলে ধর্মঘট শুরু হয়েছে। দেশটিতে স্বাস্থ্যকর্মীদের আগে মূল্যস্ফীতির প্রতিবাদে হলিউডের শিল্পী ও কলা কুশলীরাসহ ডিট্রয়েটের গাড়ি নির্মাণ শিল্পের কর্মীরা পর্যন্ত ধর্মঘট করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের ধর্মঘট পালনকারীরা বলছেন, তাদের কাজ বেশি করতে হয় অথচ রোজগার কম। একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছে, করোনা মহামারিতে তারা অনেক কিছু হারিয়েছেন। তিনি এরপর পুরো বিশ্ব ঘুরে দাঁড়ালেও তারা হারানো কিছুই পুনরুদ্ধার করতে পারেননি। তারা এখন খাদের কিনারায় পৌঁছে গেছেন বলেও দাবি করেন ওই স্বাস্থ্যকর্মী।