ট্রান্সজেন্ডারদের নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বলে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, একজন পুরুষ একজন পুরুষই এবং একজন নারী একজন নারীই! ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না। এই ব্যাপারে কমনসেন্স থাকা উচিত। তবে ঋষি সুনাক সাধারণভাবে যা বলেছেন, তা অনেকেই মানতে চাইছেন না। তারা বলতে চাইছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রান্সজেন্ডারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

গত বুধবার ২০২৩ সালের কনজারভেটিব পার্টির সম্মেলনে দেওয়া সমাপ্তি ভাষণে ঋষি সুনাক এই মন্তব্য করেছেন। সম্মেলনে তিনি বলেছেন- মানুষ চাইলেই যেকোনো লিঙ্গ বদল করে নিতে পারেন- এই বিশ্বাসটাই কারও থাকা উচিত নয়, আর তারা তা করতে পারেন না! গত মঙ্গলবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে ইংল্যান্ডের ওম্যান হসপিটাল ওয়ার্ডে ট্রান্সজেন্ডার নারীদের চিকিৎসা নিষিদ্ধ করার পরিকল্পনার প্রস্তাব করেন। এরপরেই ঋষি সুনাক এই মন্তব্য করেন। এই প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, মা-বাবার জানা উচিত, স্কুলে তাদের ছেলেমেয়েরা মানুষের মধ্যেকার সম্পর্ক নিয়ে কী শিখছে? হাসপাতালগুলো পুরুষ বা নারীদের লিঙ্গান্তর নিয়ে কী ভাবছে, তা-ও রোগীদের জানা উচিত।