তানজানিয়া-ভারতের স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিয়ে আলোচনা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারত তানজানিয়ার সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিয়ে আলোচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি এমন কথা জানিয়েছেন। চার দিনের সফরে ভারতে এসেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দাম্মু রাভি তানজানিয়ার প্রেসিডেন্টের সফরের বিষয়ে ব্রিফিং করেন। সেখানে একথা জানান তিনি। খবর রয়টার্সের। তিনি বলেন, তানজানিয়া ভারতের কাছ থেকে প্রতিরক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত ঋণ চেয়েছে, যা পূর্বে ভারতের দেওয়া ১.১ বিলিয়ন ডলারের উপরে। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহুর সঙ্গে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত এবং তানজানিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় হচ্ছে।