ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমিকম্পে পাকিস্তানের সাহায্য নিতে কাবুলের অস্বীকৃতি

ভূমিকম্পে পাকিস্তানের সাহায্য নিতে কাবুলের অস্বীকৃতি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে সপ্তাহখানেক আগে আঘাত হেনেছিল শক্তিশালী ভূমিকম্প। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণহানি হয়। পরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিবেশী পাকিস্তান থেকে সহায়তা পাঠানো প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করতে অস্বীকার করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তানের কাছ থেকে সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছে। মূলত সাম্প্রতিক নানা ইস্যুতে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার কারণে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে। গত শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার। এরপর গত বুধবার এই অঞ্চলে আরেকটি ভূমিকম্প হলে আরো ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পাকিস্তান বেশ দ্রুত আফগানিস্তানে সাহায্য পাঠানোর পদক্ষেপ নেয়। এমনকি পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার প্রয়োজনীয় সাহায্যের পাশাপাশি ত্রাণ ও উদ্ধার দল পাঠানোর মাধ্যমে দ্রুত সহায়তার প্রস্তাব দেন। তবে কাবুল পাকিস্তানের এই সহায়তা নিতে অস্বীকার করার পর সাহায্যের চালান এবং উদ্ধারকারীদের আফগানিস্তানে পাঠানো হয়নি। যদিও উভয় দেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তারপরও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আফগানিস্তানের সহায়তা প্রত্যাখ্যানের প্রধান কারণ বলে মনে হচ্ছে। এ বিষয়ে এক্সপ্রেস ট্রিবিউনকে বলা হয়েছে, যেহেতু ইরানের কাছাকাছি হেরাত প্রদেশে ভূমিকম্প আঘাত হানে, তাই লজিস্টিক কারণে পাকিস্তানের পক্ষে তাদের দল এবং পণ্য পাঠানো সম্ভব হয়নি। এছাড়া ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো সাহায্য বিতরণে আফগান কর্তৃপক্ষের সক্ষমতার অভাবকে আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে জানা গেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান ত্রাণ ও উদ্ধারকারী দল এবং সাহায্য না পাঠানোর মূল কারণ হচ্ছে পাকিস্তানের কাছ থেকে আফগান তালেবানদের এসব সহায়তা গ্রহণে অনীহা। মূলত পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের ধারাবাহিক আরো বেশ কিছু পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কটিকে আরো জটিল করে তুলেছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, পাকিস্তানে বসবাসরত সব অবৈধ আফগান অভিবাসীদের দেশ থেকে চলে যেতে বলা, আফগানদের জন্য ভিসা নীতি এবং আফগান আমদানির ওপর আরোপিত বিধিনিষেধ। গত বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, পাকিস্তান তার আফগান ভাই ও বোনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। কারণ তারা কয়েকদিন আগে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত