হুমকি-সতর্কবার্তাকে আমলে নিচ্ছি না আমরা

হিজবুল্লাহ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসরাইলের সঙ্গে হামাসের চলমান যুদ্ধে ‘সঠিক সময়ে’ যোগ দেওয়ার ঘোষণা দেওয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, এ বিষয়ে কোনো সতর্কবার্তা বা হুমকিকে আমলে নেবে না এই গোষ্ঠী। ইরানের মদদপুষ্ট লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর উপ-প্রধান নাঈম কাসিম জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম এই শিয়া রাজনৈতিক গোষ্ঠী বর্তমানে সঠিক সময়ের জন্য অপেক্ষায়। সেই সময় এলেই ইসরাইল-হামাস যুদ্ধে হামাসের পক্ষে যোগ দেবে হিজবুল্লাহ যোদ্ধারা। গতকাল শনিবার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়ে নাঈম কাসিম বলেন, ‘আমরা সাংগঠিনকভাবে এই যুদ্ধে এরই মধ্যে (হামাসকে) সহযোগিতা করা শুরু করেছি। সামনের দিনগুলোতেও আমাদের লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী এই সহযোগিতা অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র, ইরান, জাতিসংঘসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এরই মধ্যে হিজবুল্লাহকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে সতর্কবার্তা দিয়েছে, তবে এএফপিকে নাঈম কাসিম জানিয়েছেন- হিজবুল্লাহ এসব সতর্কবার্তাকে আমলে নিচ্ছে না। ‘কারা কি বলল, তাতে হিজবুল্লাহর কিছু যায়- আসে না। আমরা আমাদের কর্তব্য সম্পর্কে ভালোভাবেই অবগত।’ ‘আমরা (যুদ্ধের জন্য) সম্পূর্ণ প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময় এলেই আমরা কাজ শুরু করব।’ হামাস ইসরাইলে হামলা চালানোর পর তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল হিজবুল্লাহ। সেই সমর্থনের প্রতীক হিসেবে লেবানন থেকে ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন উৎক্ষেপণ করেছিল এই শিয়া মুসলিম গোষ্ঠী। ইসরাইলের সেনাবাহিনী অবশ্য সেই ড্রোন ইসরাইল- লেবানন সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করেছিল। ইসরাইলের দক্ষিণাংশের সীমান্ত বেড়া ভেঙে চুরে সেখানে প্রবেশ করে কয়েকশ’ সশস্ত্র হামাস যোদ্ধা। তার আগে ভোররাত থেকে বিভিন্ন ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৩ হাজারেরও বেশি রকেট ছুড়েছিল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠী। অতর্কিত এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজা ভূখণ্ডে বিমান হামলা শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হামাস ও আইডিএফের পাল্টাপাল্টি হামলায় গত ৭ দিনে ইসরাইল ও ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৩ হাজার ১০০ ছাড়িয়েছে।