কানাডায় গাঁজা বৈধ করার প্রভাব

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পাঁচ বছর আগে, ২০১৮ সালের অক্টোবরে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করেছিল কানাডা। উদ্দেশ্য ছিল, মাদকসংক্রান্ত জনস্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতি এবং মাদক কেনাবেচাসংক্রান্ত অপরাধ ও শাস্তি কমানো।

সেটি সম্ভব হয়েছে কি না, তা নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছে কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল। এতে দেখা যাচ্ছে, গাঁজার ব্যবহার, গাঁজা সেবনের কারণে জরুরি সেবা নেওয়ার পরিমাণ, হাসপাতালে ভর্তি হওয়া এবং গাঁজা সেবন করে গাড়ি চালানোর পরিমাণ হয় বেড়েছে কিংবা একই আছে। তবে গাঁজা ব্যবহারসংক্রান্ত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে গবেষণায় দেখা গেছে। ফলে গাঁজা সেবনের কারণে তরুণ ও প্রাপ্তবয়স্কদের যে নিচু করা হতো, তা কমেছে বলে গবেষকরা দাবি করেছেন।