ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৭ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা

২৭ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা

সমুদ্রসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করে মৎস্য আহরণের অভিযোগে ২৭ ভারতীয় মৎসজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গতকাল সোমবার দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটির উত্তরাঞ্চলীয় শহর জাফনার নিকটবর্তী দেলফ ও কাচ্চাতিভু দ্বীপের কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এই জেলেরা জানিয়েছেন, তারা সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উপকূলীয় শহর রামানাথাপুরমের বাসিন্দা। এদিকে, জেলেদের গ্রেপ্তারের সংবাদে ক্ষুব্ধ হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন রামনাথপুরমের প্রায় ৭ হাজার মৎস্যজীবী। ভারতের কেন্দ্রীয় সরকারের মৎস্য প্রতিমন্ত্রী এল মুরুগন এই ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তাদের বলেছেন, গ্রেপ্তার জেলেদের দেশে ফিরিয়ে আনতে শিগগিরই কূটনৈতিক তৎপরতা শুরু করবে দিল্লি। ভারতের সঙ্গে কূটনৈতিক মিত্রতা থাকলেও অনুপ্রবেশকারী ভারতীয় জেলেদের ব্যাপারে বেশ কঠোর শ্রীলঙ্কা। জলসীমায় অনুপ্রবেশের দায়ে গত দুই দশকে অন্তত ৬০০ ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যদের হাতে খুন হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত