চেহারা দেখে ভাড়া নেবে দুবাইয়ের ট্যাক্সি মেট্রোরেল

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্মার্ট টেকনোলজিতে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে আরব আমিরাতের দুবাই। নতুন একটি পদ্ধতিতে দুবাইয়ের যে কোনো গণপরিবহণে ভাড়া দেওয়ার জন্য নগদ অর্থ, কার্ড কিংবা লেনদেনের অন্য কোনো মাধ্যম ব্যবহারের প্রয়োজন পড়বে না। ফেসিয়াল রিকগনিশন প্রক্রিয়ায় যাত্রীর চেহারা দেখেই ভাড়া কেটে রাখবে যানবাহনগুলো। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (আরটিএ) গণপরিবহণে ভাড়া প্রদানের নতুন পদ্ধতির কথা ঘোষণা করেছে। গতকাল সোমবার দুবাইয়ে শুরু হতে যাওয়া একটি প্রযুক্তিবিষয়ক মেলাকে সামনে রেখে এ ঘোষণা এল। ওই মেলায় নতুন প্রযুক্তি প্রদর্শন করতে একটি স্টল স্থাপন করবে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষও। সেখানে তারা দেখাবে, কীভাবে শুধু মুখ দেখিয়েই যাতায়াতের ভাড়া পরিশোধ করে দিতে পারবেন যাত্রীরা। বিভিন্ন ধরনের গণপরিবহণের মধ্যে দুবাইয়ে মেট্রোরেল, ট্রাম, বাস, ট্যাক্সিসহ সামুদ্রিক কিছু যানও রয়েছে। এসব যানের প্রবেশমুখগুলোই থাকবে স্মার্ট গেট। এই গেটের মধ্যদিয়ে যাত্রীরা যখন ভেতরে প্রবেশ করবেন, তখন তাদের কোনো টিকিট দেখাতে হবে না। ভাড়া পরিশোধের জন্য নোল কার্ড কিংবা ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রক্রিয়াটি নিবন্ধন ও শনাক্তকরণের মাধ্যমে ব্যবহার করবেন যাত্রীরা। যানের ভেতর প্রবেশের সময় নিবন্ধিত ব্যক্তির মুখ শনাক্ত করে থ্রিডিতে বিশ্লেষণ করবে স্মার্ট গেটগুলো। নিবন্ধনের সময় দেওয়া জীবন বৃত্তান্তে ব্যবহৃত ছবি যাত্রীর সঙ্গে মিলে গেলে তার অ্যাকাউন্ট থেকে ভাড়া কেটে রাখা হবে। নতুন এই উদ্যোগটি মূলত গণপরিবহণ পরিষেবা এবং অন্যান্য ব্যবস্থাকে একীভূত করার জন্য। লেনদেনের প্রক্রিয়া সহজ করা ছাড়াও পরিষেবাগুলোর কার্যকারিতা বাড়াবে এই পদ্ধতি। নগদ লেনদেন কমাতেও ভূমিকা রাখবে।