ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খারকিভে রুশ হামলায় নিহত ৬

খারকিভে রুশ হামলায় নিহত ৬

ইউক্রেনের খারকিভে গত শনিবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসরকারি পোস্টাল কোম্পানির ৬ কর্মী নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি কয়েকটি ছবিও পোস্ট করেন। যে ছবিতে ক্ষেপণাস্ত্র হামলায় পোস্টাল ভবনটির জানালা উড়ে যেতে দেখা যায়। খারকিভ অঞ্চলের গভর্নর বলেন, হতাহতরা সবাই বেসরকারি ওই পোস্টাল কোম্পানির কর্মী। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে যখন ক্ষেপণাস্ত্র হামলা হয় তখন পোস্টাল ভবনটিতে ২২ জন মানুষ ছিলেন। নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ নগরী খারকিভের অবস্থান রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখন প্রথম কয়েক সপ্তাহে উত্তর-পূর্বের ওই নগরীতে তীব্র বোমা হামলায় হয়েছিল। দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। এই যুদ্ধ অবসানের কোনো লক্ষণও আপাতত নেই। এ অস্থায় শিশুদের নিরাপদে সশরীরে স্কুলে উপস্থিত হয়ে লেখাপড়ার সুযোগ করে দিতে খারকিভে প্রথম ভূগর্ভস্থ স্কুল তৈরির কাজ শুরু হয়েছে বলে এ মাসের শুরুতে জানিয়েছিলেন নগরীর মেয়র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত