ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা

ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা

গ্যাগ অর্ডার বা কোনো বিষয়ে তথ্য প্রকাশ না করার নির্দেশ লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫ হাজার ডলার (সাড়ে ৫ লাখ টাকা) জরিমানা করেছেন নিউ ইয়র্কের একজন বিচারক। ভবিষ্যতে একই কাজ করলে তাকে শাস্তি হিসেবে জেল দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক লয়ার্স ফান্ড ফর ক্লায়েন্ট প্রটেকশনে আগামী ১০ দিনের মধ্যে ৭৭ বছর বয়সি ট্রাম্পকে এই জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক আর্থার ইঙ্গোরন। রায়ে তিনি বলেন, কোনো ভুল করবেন না। ভবিষ্যতে ইচ্ছাকৃত বা অনিচ্ছায় আইন লঙ্ঘন করলে আরো কঠোর শাস্তি ভোগ করতে হবে, এমনকি জেলেও যেতে হতে পারে। খবর সিএনএনের। বিচারক ইঙ্গোরন বলেন, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে ডোনাল্ড ট্রাম্প বিচারকের মুখ্য আইনবিষয়ক ক্লার্ককে আক্রমণ করে পোস্ট করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত