ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করছে ভারত

কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করছে ভারত

কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা পুনরায় শুরু করতে যাচ্ছে ভারত। উত্তর আমেরিকার এই দেশটিতে খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার জেরে এক মাসেরও বেশি কিছু সময় আগে নয়াদিল্লি এই পরিষেবা স্থগিত করেছিল। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অবশ্য উভয় দেশের এই দ্বন্দ্বে কানাডা তার নিজের অবস্থান থেকে সরে এসেছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে বড় কূটনৈতিক দ্বন্দ্বের জেরে বন্ধ হওয়ার পর কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা ভারত আবারও শুরু করবে বলে অটোয়াতে অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে। এর আগে ভারত বলেছিল, ‘নিরাপত্তা হুমকির’ কারণে কানাডিয়ান মিশনে কাজ ব্যাহত হচ্ছে। মূলত গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে ওঠে। নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা ইস্যু স্থগিত করে ভারত। বিবিসি বলছে, বুধবার অটোয়ার ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বলেছেন, তারা তাদের মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পরে এবং কানাডিয়ান ‘সাম্প্রতিক কিছু পদক্ষেপের’ আলোকে কয়েকটি ক্যাটাগরির ভিসা ইস্যু করা আবার শুরু করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত