ফের মন্দাভাব তেলের বাজারে

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসরাইল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধের শুরুর দিকে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে খানিকটা চাঙ্গাভাব দেখা দিলেও সম্প্রতি ফের মন্দাভাব দেখা দিয়েছে। এক প্রতিবেদেনে রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৮৭ দশকি ৯৩ ডলারে, যা আগের দিন বুধবারের তুলনায় ২ দশমিক ২০ ডলার কম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৮৩ দশমিক ২ এক ডলারে। আগের দিন বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই তেলের দাম হ্রাস পেয়েছে ২ দশমিক ১৮ ডলার। শতকরা হিসেবে মাত্র ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রুডের দাম হ্রাস পেয়েছে ২ দশমিক ৪৪ শতাংশ এবং ডব্লিউটিআই’র দাম কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ।