ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার রেকর্ড হারে বন্দুক কিনছে ইসরাইলিরা

এবার রেকর্ড হারে বন্দুক কিনছে ইসরাইলিরা

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই দেশের নাগরিকদের গণহারে বন্দুক কিনতে উৎসাহিত করে আসছে নেতানিয়াহু সরকার। সরকারের এমন উৎসাহ বেশ কাজেও দিয়েছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে রেকর্ড হারে বন্দুক কেনা শুরু করেছে ইসরাইলিরা। খবর রয়টার্সের। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ওই দিন হামলা চালিয়ে ১৪০০ ইসরাইলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে যায় হামাস। এমনকি এ হামলার পরপর সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সাড়া তারা পেয়েছেন, তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন ইসরাইলিরা। চ্যানেল ১৩ টিভির তথ্য অনুযায়ী, হামাসের হামলার পর থেকে দেড় লাখ ইসরাইলি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত