শ্রীলঙ্কায় চীনা জাহাজ সমুদ্রে গবেষণা শুরু

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও গত সপ্তাহে কলম্বো পৌঁছেছে চীনের গবেষণাবিষয়ক জাহাজ শিয়ান-৬। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলেছে, জাহাজটি গত মঙ্গলবার থেকে শ্রীলঙ্কা উপকূলে দুই দিনের গবেষণা শুরু করেছে। খবর দ্য হিন্দুর। কলম্বোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যাকুয়াটিক রিসোর্সেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (এনএআরএ) এবং ইউনিভার্সিটি অব রুহুনার সহযোগিতায় দেশটির পশ্চিম উপকূলে এই গবেষণা করা হচ্ছে। গবেষণার প্রকৃতি কী রকম- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হলো সমুদ্রবিষয়ক বৈজ্ঞানিক গবেষণা। এর আগে মন্ত্রণালয় বলেছিল, কলম্বো বন্দরে চীনা জাহাজের যে ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে, তা পূরণ করতে এসেছে এই জাহাজ। ২০২০ সালের ডিসেম্বর থেকে শ্রীলঙ্কায় চীনা সামুদ্রিক গবেষণা ফ্লিট রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গবেষণাবিষয়ক জাহাজ শিয়ান-৬।

বলা হয়, এটি সেখানে প্রথম বৈজ্ঞানিক গবেষণাবিষয়ক জাহাজ, যা জিওফিজিক্যাল অনুসন্ধানে দৃষ্টি রাখবে। প্রায় ৮০ দিন সমুদ্রে অপারেশন চালানোর শিডিউল আছে এর। এতে আছে ১৩টি গবেষক দল। ১২ হাজার নটিক্যাল মাইলে ২৮টি বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে গবেষণা করবে বলে সেপ্টেম্বরে চীনের রাষ্ট্র পরিচালিত চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক রিপোর্ট করে। কিন্তু এই জাহাজের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। অতীতেও তারা এমন উদ্বেগ প্রকাশ করেছে। শ্রীলঙ্কার মিডিয়ার খবরে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে যখন বেইজিং সফরে যান, তখন এ ইস্যুতে আলোচনা হয়েছে। এ বছর সেপ্টেম্বরে ভারতের প্রথম ডেস্ট্রয়ার ‘আইএনএস দিল্লি’ শুভেচ্ছা সফরে শ্রীলঙ্কা যায়। গত সপ্তাহে কোরিয়ার নৌবাহিনীর ‘আরওকেএস গাওঙ্গগায়েতো দ্য গ্রেট’ এবং জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের ডেস্ট্রয়ার একেইবিওএনও (ডিডি ১০৮) শ্রীলঙ্কার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত ত্রিনকোমালি বন্দরে পৌঁছে সরকারি সফরে। গত বছর থেকেই চীনা জাহাজের সফর নিয়ে বারবার উদ্বেগ তুলে ধরেছে ভারত। বিদেশি জাহাজের সফরের বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) অনুসরণ করা হবে বলে জানিয়ে দেয় শ্রীলঙ্কা।