ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ আফগান শরণার্থীদের তাড়াতে অভিযান পাকিস্তানের

অবৈধ আফগান শরণার্থীদের তাড়াতে অভিযান পাকিস্তানের

নথিপত্রবিহীন আফগান শরণার্থীদের বিরুদ্ধে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শেষ করে এনেছে পাকিস্তান। আজ থেকে শুরু হবে এই অভিযান। পাকিস্তানের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি গত মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন। ভিডিওবার্তায় সরফরাজ বুগতি বলেন, নথিপত্রবিহীন আফগানদের স্বেচ্ছায় পাকিস্তান ত্যাগের জন্য আর মাত্র একদিন সময় রয়েছে। তারপর, অর্থাৎ ২ নভেম্বর থেকে পাকিস্তানজুড়ে সর্বাত্মক অভিযান শুরু হবে এবং পাকিস্তান ছাড়তে অনিচ্ছুক আফগানদের ধরে নিয়ে (আফগানিস্তান) সীমান্তে ছেড়ে দেওয়া হবে। যেসব শরণার্থীর কাছে বৈধ ও হালনাগাদ নথিপত্র রয়েছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে নথিপত্র নেই- এমন আফগানদের অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের একটি অংশ পাকিস্তানে এসেছিলেন ১৯৭৯ সালে, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন শুরু হওয়ার পর। তারপর ১৯৯৫-৯৬ সালে তালেবান সরকার প্রথমবারের মতো ক্ষমতা দখলের পর শরণার্থী হিসেবে আসেন আরো কয়েক লাখ শরণার্থী। এই শরণার্থীদের অধিকাংশই থাকেন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে অভিবাসী ও শরণার্থী মিলিয়ে ৪০ লাখেরও বেশি আফগান বসবাস করেন। তাদের মধ্যে অন্তত ১৭ লাখের কাছে পাকিস্তানে বসবাসের জন্য বৈধ কোনো নথি নেই। এই আফগানদের অনেকের জন্ম পাকিস্তানে এবং পাকিস্তানের বাইরে তারা কখনো যাননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত