ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরাকের পর তুরস্কে ব্লিংকেন

ইরাকের পর তুরস্কে ব্লিংকেন

ইসরাইল-হামাস সংঘাতের মধ্যে দ্বিতীয় দফায় মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুরুতে জর্ডান, ফিলিস্তিনের পশ্চিম তীর, ইরাক হয়ে সবশেষ তুরস্কে পৌঁছেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত রোববার এক অঘোষিত সফরে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখলেও এই উদ্যোগের মাধ্যমে গাজার মানুষের জীবন বাঁচাতে মানবিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সেবা অব্যাহত রাখার পক্ষে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রোববার রামাল্লাহর আলোচনায় পরিষ্কার করেছেন, ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করা চলবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত