ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

সৌদি সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। এমন অবস্থায় সৌদি আরবের রাজধানী রিয়াদে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি)। এই সম্মেলনে যোগ দিতে পারেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই সফর হলে এটিই হবে রাইসির প্রথম সৌদি আরব সফর। আগামী রোববার রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রাইসির যোগ দেওয়ার সম্ভাবনার কথা গত সোমবার জানিয়েছে প্রস্তুতির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। সাত বছর সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে দেশ দুটি। খবর রয়টার্সের। একটি ইরানি ওয়েবসাইট জানিয়েছে, ‘প্রেসিডেন্ট রাইসি রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন, যেখানে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হবে।’ ওআইসির এই শীর্ষ সম্মেলনটি সৌদি আরবের রাজধানী রিয়াদে যুদ্ধের বিষয়ে আরব লীগ নেতাদের জরুরি বৈঠকের একদিন পর এই সম্মেলন হওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওআইসি গাজায় বেসামরিক মানুষদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। রাইসি এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ১২ অক্টোবর প্রথম ফোনে এ ব্যাপারে আলোচনা করেন। আলোচনায় দুই নেতাই ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই নেতা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লঙ্ঘন।

আবাসিক এলাকা, শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ, গির্জা, জাতিসংঘ পরিচালিত স্কুল, খাদ্যের গুদাম, বেকারি, অ্যাম্বুলেন্স, পানির টাঙ্কি, জ্বালানি স্থাপনাসহ প্রায় সব স্থানে বোমা ফেলেছে ইসরাইল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত