ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ কোরিয়া ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় ছারপোকার (বেডবাগ) উপদ্রবে অতিষ্ঠ জনগণ। হঠাৎ করে রক্তচোষা এই ছোট্ট পোকার প্রাদুর্ভাবে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনমনে ভয়-উদ্বেগ দূর করতে ছারপোকা নিধনে মাঠে নেমেছে সরকার। বিবিসি জানায়, ৫ নভেম্বরে রাজধানী সিউল, বুসান ও ইনচিওনের বিভিন্ন শহরের অন্তত ১৭টি স্থানে ছারপোকার উপদ্রবের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমে। ছারপোকা দমনে সিউল ৫০ কোটি ওন (কোরীয় মুদ্রা) বাজেট বরাদ্দ করেছে এবং একটি টীমও গঠন করেছে। দক্ষিণ কোরিয়ার আগে ফ্রান্স এবং যুক্তরাজ্যেও ছারপোকার উপদ্রব মানুষের উদ্বেগের কারণ হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সেপ্টেম্বরের প্রথম দিকে দক্ষিণ-পশ্চিমের ডেগু শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ছারপোকার উপদ্রবের খবর জানানো হয়েছিল। পরে পর্যটন আবাসন এবং গণ সাউনা বা স্টিম রুমগুলোতেও ছারপোকা ছড়িয়ে পড়েছে।