ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজায় অন্তঃসত্ত্বা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

গাজায় অন্তঃসত্ত্বা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচারে চালানো বোমা হামলায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে গর্ভবতী নারী ও নবজাতকরা। এ নিয়ে গত রোববার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এমনকি প্রসূতি মা ও নবজাতকদের স্বাস্থ্যের বিষয়টি ইসরাইলি অবরোধে সরবরাহ বন্ধ থাকা খাবার, পানি, ওষুধ, জ্বালানির ওপর পুরোপুরি নির্ভর করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। আত্মরক্ষার নাম করে টানা প্রায় দেড় মাস ধরে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। চলমান এ হামলায় এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সাড়ে ৭ হাজার। প্রতিবেদনটিতে বলা হয়েছে- খাদ্য, পানি, ওষুধ, প্রসূতি চিকিৎসা ও জ্বালানির ঘাটতির কারণে গাজায় হাজার হাজার গর্ভবতী নারী ও নবজাতক মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে রবিববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) জানিয়েছে, ‘গাজায় যুদ্ধ চলছে এবং এর মধ্যেই সেখানে প্রায় ৫০ হাজার নারীই গর্ভবতী। তাদের মধ্যে প্রতিদিন ১৮০ জনেরও বেশি নারী সন্তান প্রসব করছেন এবং আগামী সপ্তাহগুলোতে আরও কয়েক হাজার নারী সন্তানের জন্ম দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত