ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুনাক ব্যর্থ : বরখাস্তের পর সুর চড়ালেন সুয়েলা

সুনাক ব্যর্থ : বরখাস্তের পর সুর চড়ালেন সুয়েলা

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সুয়েলা ব্র্যাভারম্যান। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। অভিযোগ তুললেন, নীতি প্রণয়নে ব্যর্থ সুনক। বিবিসির খবরে বলা হয়েছে, সুনাককে কড়া ভাষায় চিঠি লিখেছেন সুয়েলা। নিজের সোশ্য়াল মিডিয়ায় চিঠির একটি কপি পোস্ট করেন তিনি। সেই চিঠিতেই ব্যর্থতার দিক তুলে ধরেছেন ব্রিটেনের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।

বলা হচ্ছে, ব্রিটিশ পুলিশের কাজের সমালোচনার জন্য ঋষি সুনকের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সুয়েলা ব্র্যাভারম্যান। আর মন্ত্রিসভা থেকে বাদ পড়তেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ব্র্যাভারম্যান লিখেছেন যে, দলের অধিকাংশ সদস্য যখন সুনাককে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন, তখন তিনি সমর্থন করেন। নীতিগত অগ্রাধিকার বিশষে আশ্বাস দেওয়ার জন্যই সুনাককে তিনি সমর্থন করেছিলেন বলে চিঠিতে উল্লেখ করেছেন পদচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী। কী কী অগ্রাধিকারের আশ্বাস দেওয়া হয়েছিল, তাও চিঠিতে মনে করিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে ছিল বেআইনি অভিবাসন হ্রাস করা, উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল এবং ইইউ আইন কার্যকর করার মতো বিষয়গুলো। সেই সঙ্গে জৈবিক যৌনতা রক্ষার নির্দেশিকা জারির মতো বিষয়গুলোর আশ্বাস দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন ভারতীয় বংশোদ্ভুত পদচ্যুত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন তিনি এ বিষয়ে সক্রিয় হননি, তা নিয়ে প্রশ্নও তুলেছেন সুয়েলা। নির্দিষ্ট নীতি প্রণয়ন না করে সুনাক ব্রিটিশ জনগণ এবং দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ করেছেন সুয়েলা। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত