ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খেরসনে একাধিক সফল অভিযানের দাবি ইউক্রেনের

খেরসনে একাধিক সফল অভিযানের দাবি ইউক্রেনের

রাশিয়ার দখলে থাকা খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর পূর্ব তীরে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। গত শুক্রবার ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের মেরিন বাহিনী জানিয়েছে, নদীর পূর্ব তীরে তাদের অভিযান অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে রাশিয়া প্রথমবারের মতো স্বীকার করেছে ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে পূর্ব তীরে পৌঁছেছে। গত বছর খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থান নেয় রুশ সেনারা।

কিন্তু সেখান থেকে নিয়মিত পূর্ব তীরে ইউক্রেনীয় অবস্থানে গোলাবর্ষণ করে যাচ্ছে তারা। ইউক্রেনীয় সামরিক ব্লগারদের মতে, ইউক্রেনের সেনাবাহিনী ছোট ছোট দলে বিভক্ত ডিনিপ্রো পার হয়ে খেরসনে একটি রেলওয়ে সেতুর কাছে প্রাথমিকভাবে অবস্থান নেয়। এরপর তারা ক্রাইঙ্কিসহ কাছাকাছি গ্রামগুলোতে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টায় ছিল। চলতি বছর জুন মাসে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত