ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ করবে তুরস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ করবে তুরস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি হলে তুরস্ক ক্ষতিগ্রস্ত অবকাঠামো, হাসপাতাল ও স্কুল পুনর্নির্মাণের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল ধ্বংস থেকে হওয়া ক্ষতি পোষাতে গাজাবাসীর জন্য সবকিছু করবে তুরস্ক।

বার্লিন সফর থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘যদি একটি যুদ্ধবিরতি হয়, আমরা ইসরাইলের সৃষ্ট ধ্বংসের ক্ষতিপূরণের জন্য যা যা করা দরকার তা করব। জার্মানি সফরে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। খবর রয়টার্সের। এরদোয়ান বলেন, ‘আমরা গাজার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত স্কুল, হাসপাতাল, পানি ও জ্বালানি সুবিধাগুলো পুনর্নির্মানের চেষ্টা করব। এই সপ্তাহের শুরুর দিকে এরদোয়ান ইসরাইলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন। সেটি পুনরায় উল্লেখ করে তিনি বলেন, ‘তুরস্ক হিসেবে আমরা এই আহ্বান জানাচ্ছি। অনেক দেরি হওয়ার আগেই ইসরাইলের পারমাণবিক অস্ত্র অবশ্যই সন্দেহাতীতভাবে পরিদর্শন করা উচিত। আমরা এটি অনুসরণ করব।’ গত শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত