তিন নৌকায় ইন্দোনেশিয়া পৌঁছাল ৫ শতাধিক রোহিঙ্গা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তিনটি নৌকা দিয়ে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে পৌঁছেছে পাঁচশতাধিক রোহিঙ্গা। দেশটির স্থানীয় সময় গতকাল রোববার সেখানে পৌঁছায় মিয়ানমারের সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা। জাতিসংঘের একটি সহযোগী সংস্থা এ তথ্য জানিয়েছে। তাদের মতে, ২০১৭ সালে সামরিক দমন-পীড়নের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি রাহিঙ্গা এবারই ইন্দোনেশিয়ায় পৌঁছাল। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারে চরম নির্যাতনের শিকার মুসলিম রোহিঙ্গারা প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল সমুদ্র ভ্রমণ করে। নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে তারা।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি ফয়সাল রহমান এএফপিকে বলেন, রোহিঙ্গাবাহী একটি নৌকা আচেহ প্রদেশের বিরুউয়েন জেলায় পৌঁছে। সেই নৌকায় ২৫৬ জন রোহিঙ্গা নাগরিক ছিল। আচেহ প্রদেশের পিডেয় অঞ্চলে ২৩৯ রোহিঙ্গাবাহী আরেকটি নৌকা পৌঁছেছে। এছাড়া আচেহ প্রদেশের পশ্চিমে আরো একটি রোহিঙ্গাবাহী নৌকা পৌঁছেছে। ওই ছোট নৌকাটিতে ৩৬ রোহিঙ্গা রয়েছে।