ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরাইলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজটি জাপানি কোম্পানির দ্বারা পরিচালিত হত। গত রোববার গ্যালাক্সি লিডার নামের জাহাজটি আটক করে হুথিরা। ওই সময় এটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজটি ফিরে পেতে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে জাপান। এছাড়া ইসরাইলের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। জাপানি প্রতিষ্ঠান নিপ্পন ইয়ুসেনের (এনওয়াইকে লাইন) পরিচালিত জাহাজটি আটকের পর এর তীব্র নিন্দা জানিয়েছে জাপানি সরকার। তারা জাহাজটি ছাড়িয়ে নিতে সৌদি আরব, ওমান, ইরান ও অন্যান্য দেশের সহযোগিতা চেয়েছে। এ ব্যাপারে জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জাপান ইসরাইলের সঙ্গে যোগাযোগ করছে। সঙ্গে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এছাড়া সৌদি, ওমান, ইরানসহ অন্যান্য দেশের প্রতি আমরা আহ্বান জানিয়েছি ক্রুসহ জাহাজটি দ্রুত ছেড়ে দিতে হুথিদের প্রতি যেন তারা চাপ প্রয়োগ করে।’