ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উৎক্ষেপণের পরই গুয়ামে মার্কিন ঘাঁটির ছবি তুলল উ.কোরিয়ার স্যাটেলাইট

উৎক্ষেপণের পরই গুয়ামে মার্কিন ঘাঁটির ছবি তুলল উ.কোরিয়ার স্যাটেলাইট

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা উপগ্রহ স্থাপন করেছে। সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর এ সাফল্য এলো। ওই সময় মস্কো, পিয়ংইয়ংয়কে তাদের মহাকাশ কর্মসূচিতে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। তার আগে চলতি বছর দেশটির গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের দুটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মালিগিয়ং-১ নামের উপগ্রহটি ‘যথাযথভাবে’ কক্ষপথে প্রবেশ করেছে এবং নেতা কিম উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। ক্ষেপণের পরপরই এবার দেশটি দাবি করেছে, তাদের স্যাটেলাইট পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত দ্বীপ গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ছবি তুলেছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সেই ছবি পর্যালোচনাও করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রথম নজরদারি স্যাটেলাইট গুয়ামের ছবি তুলেছে। প্রেসিডেন্ট কিম জং উন সেসব ছবি পর্যালোচনা করেছেন। কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের আকাশ থেকে দ্বীপটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যান্ডারসন এয়ার ফোর্স বেস, আপরা হারবার অন্যান্য প্রধান সামরিক ঘাঁটির মহাকাশের ছবি পর্যালোচনা করেছেন। এসব ছবি ২২ নভেম্বর সকাল ৯টা ২১ মিনিটে তোলে উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট। শত্রুপক্ষের বিপজ্জনক সামরিক কর্মকাণ্ডের ওপর নজর রাখতে আরো এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেয় দেশটি। বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের স্যাটেলাইট প্রতিপক্ষের ওপর নজরদারি করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে শত্রু বাহিনীর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করার ক্ষেত্রে এই স্যাটেলাইট উত্তর কোরিয়ার সক্ষমতাকে কয়েক গুণ এগিয়ে দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত