ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে স্পেনের মন্ত্রী বরখাস্ত

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে সামাজিক অধিকার রক্ষাবিষয়ক মন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের এই মন্ত্রী একাই গাজায় ইসরাইলি গণহত্যার বিরোধিতা করে আসছিলেন।

প্রেসটিভি জানায়, কয়েকদিন আগে তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এর আগে তিনি গাজায় বর্বর আগ্রাসন ও নির্বিচারে নারী, শিশু ও বেসামরিক লোকজন হত্যায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছিলেন।