হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ

মুসলিম উপাসনালয় ধ্বংস করছে চীন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নতুন এক প্রতিবেদনে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ তুলেছে, চীন মসজিদ বন্ধ বা ধ্বংস করে দিচ্ছে অথবা নিজেদের মতো করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুনর্নির্মাণ করছে। চীনে ইসলাম ধর্মের চর্চা ও প্রসার রোধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ হিসেবে এই কাজগুলো করছে দেশটির কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি। চীনে প্রায় ২ কোটি মুসলমান রয়েছে, যাদেরকে সরকারীভাবে অধার্মিক অ্যাখ্যা দেয়া হলেও দেশটির কর্তৃপক্ষের দাবি তারা ধর্মীয় স্বাধীনতার অনুমতি দিয়ে থাকে। তবে পর্যবেক্ষকরা বলছেন যে, সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম ধর্মের বিরুদ্ধে কঠোরতা বেড়েছে এবং মুসলিমদের ওপর আরো নিয়ন্ত্রণ চাইছে বেইজিং। চীনের বেশিরভাগ মুসলিম দেশটির উত্তর-পশ্চিমে বাস করে, যার মধ্যে রয়েছে জিনজিয়াং, কিংহাই, গানসু এবং নিংজিয়া। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নিংজিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের লিয়াওকিয়াও গ্রামে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয়টির মধ্যে তিনটি মসজিদের গম্বুজ ও মিনার খুলে ফেলা হয়েছে। বাকি মসজিদের প্রধান প্রার্থনা হল ধ্বংস করা হয়েছে। সংস্থাটির প্রকাশিত এক স্যাটেলাইট ফুটেজে দেখা যায় যে, লিয়াওকিয়াও গ্রামের একটি মসজিদে ২০১৮ সালের অক্টোবরে মসজিদের মত একটি গোলাকার গম্বুজ দেখা গেলেও দেখায় সেটি জানুয়ারি ২০২০-এ সেখানে একটি চীনা-শৈলী প্যাগোডা দ্বারা প্রতিস্থাপিত দেখা যায়।