ভারতে স্থায়ীভাবে দূতাবাস বন্ধ করল আফগানিস্তান

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারতে স্থায়ীভাবে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর আফগানিস্তান নয়াদিল্লিতে তাদের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। আফগান দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ভারতে আফগান শরণার্থী, ছাত্র এবং ব্যবসায়ীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কারণ হিসেবে ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আফগানিস্তান। এরপর তারা নয়াদিল্লিতে তাদের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আফগানিস্তানের দূতাবাস একটি বিবৃতিতে বলেছে যে ‘নয়া দিল্লিতে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের দূতাবাস ভারত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ২৩ নভেম্বর ২০২৩ থেকে নয়াদিল্লিতে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে।’