নিউ ইয়র্ক সিটির মেয়রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নিউইয়র্ক সিটির মেয়র অ্যারিক অ্যাডামসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক নারী। গত বুধবার গভীর রাতে আদালতে দায়ের করা একটি মামলার কাগজপত্রে ওই অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিক অ্যাডামসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে—তা ১৯৯৩ সালে সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। সে সময় তাঁরা দুজনই নিউ ইয়র্ক সিটিতে কাজ করতেন। এ বিষয়ে সিটি হলের এক মুখপাত্র জানিয়েছেন, মেয়র জানেন না এই নারী কে। তার সঙ্গে দেখা হওয়ার কোনো স্মৃতি মেয়র মনে করতে পারছেন না। তাই বিষয়টিকে তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’-এর অধীনে অভিযোগটি দায়ের করা হয়েছে। বাদীর একজন আইনজীবী আইনটির গুরুত্বকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এটি অভিযোগকারী নারীকে ন্যায়বিচার পাওয়ার সুযোগ দিয়েছে। তিন পৃষ্ঠার বিবরণীতে অভিযোগকারী জানিয়েছেন, যৌন নিপীড়নের সময় অ্যারিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটিতে একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করছিলেন। নিগৃহীত হওয়ার জন্য বিবরণীতে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন ওই নারী।