ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পৃথিবীর বৃহত্তম বরফখণ্ড সরে যাচ্ছে

পৃথিবীর বৃহত্তম বরফখণ্ড সরে যাচ্ছে

ধীরে ধীরে সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড এ২৩এ। ৩০ বছর সাগরের তলার সঙ্গে আটকে থাকার পর বিশাল আকৃতির হিমশৈল ক্রমেই সরে যাচ্ছে। এ২৩এ বরফখণ্ডটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা উপকূল থেকে বিভক্ত হয়ে যায়। অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে যাওয়ার পর ওয়েডেল সাগরে আসে। তার পর সেখানে এটি বিশাল বরফের দ্বীপে পরিণত হয়। এ২৩এ বরফখণ্ডটির আয়তন প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার। এটি এত বড় বরফখণ্ড, যা দুটি বৃহত্তর লন্ডন শহরের আয়তনের সমান। গত বছর থেকে এটি এত গতিতে সরছে, বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা সাগরের বাইরে চলে যাচ্ছে। এ২৩এ পানির ওপর ভেসে থাকা অতিকায় বরফখণ্ড, যা দেখতে শুধু বড় নয়, মনোমুগ্ধকরও বটে। বিবিসির খবর। বরফখণ্ডটির আয়তন যেমন বিশাল, তার পুরুত্বও অনেক। এটির পুরুত্ব প্রায় ৪০০ মিটার। যদি তুলনা করা হয়, তাহলে লন্ডনের সবচেয়ে উঁচু ভবন ‘লন্ডন শার্ডের’ সমান, যার উচ্চতা ৩১০ মিটার। এ২৩এ বরফখণ্ডটি একসময় হোয়াইট কন্টিনেন্টের ফিলচনার আইস শেলফের অংশ ছিল। একসময় এখানে সোভিয়েত ইউনিয়নের গবেষণা স্টেশন ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত