পাকিস্তানে সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের এই হামলায় অন্তত ১১ জন সেনা আহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ওই হামলা হয় বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র। আহত অন্তত তিনজনের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন তারা। খবর ডনের। সেনাবাহিনীর মিডিয়া শাখা ওই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সঙ্গে আফগানিস্তানে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়। আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশপাশের এলাকায় নিয়মিত জঙ্গি হামলা হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থি তালিবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক জঙ্গিরা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে। কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০-এর বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশিরভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালিবান সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপড়েন বেড়েছে। এক ডজনের বেশি জঙ্গি বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান বা টিটিপি বেশিরভাগ সহিংসতার দায় স্বীকার করেছে। সম্প্রতি পাকিস্তানে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে।