ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেব দীপাবলিতে প্রদীপে সাজল বারাণসী

দেব দীপাবলিতে প্রদীপে সাজল বারাণসী

বারাণসীতে একটি মন্দিরে গত ২৭ নভেম্বর মহা ধূমধামে পালিত হয়েছে দেব দীপাবলি। এ উপলক্ষ্যে জ্বালানো হয়েছে মোট ২২ লাখ প্রদীপ। উৎসবের আলোয় মালায় জ্বলজ্বল করেছে বারাণসীর অনেক এলাকা। দেব দীপাবলির উদযাপের মুহূর্তে যেন এক স্বর্গের রূপ পেল বারাণসী। এদিন গঙ্গার তীরে ৮৫টি ঘাটে ১২ লাখ প্রদীপ জ্বালানো হয়। শুধু ঘাটগুলিই নয়, প্রদীপের আলোয় সেজে ওঠে পুকুর, হ্রদসহ অন্য জলাধারগুলোও। বারাণসীজুড়ে প্রায় ২২ লাখ প্রদীপ জ্বলে। এছাড়া এদিন উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল লাইন্ড অ্যান্ড সাউন্ড শো’র। এতে ফুটে ওঠে পৌরাণিক কাহিনি। আকাশ রাঙা হয়েছে আতসবাজির রোশনাইয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত