পিটিআইয়ের চেয়ারম্যান পদে ইমরানের প্রতিদ্বন্দ্বিতা ইস্যুতে বিভ্রান্তি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পিটিআইয়ের চেয়ারম্যান পদে ইমরান খানের আবারও প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলে প্রধান হতে আবার আসন্ন আন্তঃদলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি করবেন না- তা নিয়ে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দলটির সিনিয়র সহ-সভাপতি শের আফজাল খান মারওয়াত দাবি করেন যে এবার ইমরান খান পিটিআইয়ের চেয়ারম্যান পদে লড়বেন না। অন্যদিকে পিটিআই দলের পক্ষ থেকে এ দাবির বিষয়টিকে অস্বীকার করা হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তিনি দীর্ঘ দিন ধরে পিটিআইয়ের চেয়ারম্যান পদে আছেন। শের আফজাল খান মারওয়াতের দাবি অস্বীকার করে দেওয়া বিবৃতিতে সরাসরি তার নাম নেয়নি পিটিআই। তবে বিষয়টি স্পষ্ট যে পিটিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিটি আফজালের দাবিকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে।

গতকাল আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে আফজাল বলেছিলেন, আইনি নিষেধাজ্ঞা ও তোশাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণার কারণে তিনি দলের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। আফজাল আরো বলেন, ইমরান নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি পিটিআই চেয়ারম্যান পদের জন্য দলীয় নির্বাচনে লড়বেন না। সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। আফজালের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরই একটি বিবৃতি টুইট করে পিটিআই। বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে গণমাধ্যমের জল্পনাকল্পনাকে পিটিআই দৃঢ়ভাবে অস্বীকার করে। পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে একজন জ্যেষ্ঠ নেতার দাবিও অস্বীকার করে দলটি। বিবৃতিতে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। দলের চেয়ারম্যান পদের নির্বাচন থেকে ইমরানকে প্রত্যাহার বা তার জায়গায় অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পিটিআই বলেছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন, নির্বাচনের তারিখ ও প্রার্থী বাছাইয়ের বিষয়ে সিদ্ধান্ত হলে তা সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে। এদিকে, আফজাল তার বক্তব্যে অটল আছেন। পিটিআইয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় আফজাল বলেছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।