ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম সমকামী বিয়ে নিবন্ধন করল নেপাল

প্রথম সমকামী বিয়ে নিবন্ধন করল নেপাল

নেপাল প্রথমবার সমকামী বিয়ের নিবন্ধন করেছে। তাদের এ পদক্ষেপকে এলজিবিটি অধিকারের জয় হিসেবে স্বাগত জানানো হয়েছে। অনেক (সমকামী) দম্পতি এবং অ্যাক্টিভিস্টদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর নেপাল তার প্রথম সমকামী বিয়ের নিবন্ধন করেছে। পশ্চিম লুমজুং জেলার কর্তৃপক্ষ গত বুধবার আনুষ্ঠানিকভাবে মায়া গুরুং (৩৬) এবং সুরেন্দ্র পান্ডের (২৬) বিবাহ নিবন্ধন করেছে। দেশটির সুপ্রিমকোর্ট সমকামী দম্পতিদের তাদের বিবাহ নিবন্ধনের অনুমতি দেওয়ার একটি অন্তর্বর্তী আদেশ জারি করার পাঁচ মাস পরে এ পদক্ষেপ নেওয়া হয়।

বর্তমানে তাইওয়ানই হচ্ছে এশিয়ার একমাত্র দেশ, যারা সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে। মায়া গুরুং ও সুরেন্দ্র পান্ডে প্রায় একদশক ধরে একসাথে আছেন। তারা ২০১৭ সালে একটি মন্দিরের অনুষ্ঠানে বিয়ে করেছিল এবং তখন থেকে তারা তাদের বিয়ের স্বীকৃতি চেয়েছেন। গুরুং একজন ট্রান্সজেন্ডার নারী, যিনি সরকারি নথিতে তার লিঙ্গ পরিবর্তনের বিষয়ে কোনো তথ্য দেননি। অন্যদিকে পান্ডে পুরুষ হিসেবে জন্মেছেন এবং নিজেকে পুরুষ বলেই পরিচয় দেন। ১৩ জুলাই নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি জেলা আদালত দেশটির সুপ্রিমকোর্টের আদেশ সত্ত্বেও তাদের বিবাহ নিবন্ধন করতে অস্বীকার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত