ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাজাখস্তানের আলমাতি হোস্টেলে অগ্নিকাণ্ডে : নিহত ১৩

কাজাখস্তানের আলমাতি হোস্টেলে অগ্নিকাণ্ডে : নিহত ১৩

কাজাখস্তানের একটি হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোররাতে দেশটির বৃহত্তম আলমাতি শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটির জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। জরুরি পরিষেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে- ‘১৩ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়াকে দায়ী করা হয়েছে।’

রয়টার্স বলেছে, আলমাটি পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন কাজাখ, দুজন রাশিয়ার এবং দুজন উজবেকিস্তানের নাগরিক। আগুন লাগার সময় তিনতলা বিশিষ্ট ভবনটির ভেতরে ৭২ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনো অস্পষ্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত