সাইবেরিয়ায় তাপমাত্রা মাইনাস ৫০ মস্কোয় রেকর্ড তুষারপাত

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাইবেরিয়ায় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের কারণে রাশিয়ায় বহু ফ্লাইট ব্যাহত হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার কিছু অংশে তাপমাত্রা কমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৫৮ ডিগ্রি ফারেনহাইট) এ নেমে এসেছে। একই সময়ে তুষারঝড় রেকর্ড তুষারপাতে ঢেকে গেছে মস্কো।

খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশে অবস্থিত সাখা প্রজাতন্ত্রে এবং বিশ্বের শীতলতম শহরগুলোর একটি ইয়াকুটস্কের আঞ্চলিক আবহাওয়া স্টেশন জানিয়েছে, সেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। সাখা প্রজাতন্ত্র বিশাল অঞ্চল নিয়ে গঠিত। এটি আয়তনে ভারতের চেয়ে সামান্য ছোট। এর বেশিরভাগ স্থানে এখনই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আসন্ন দিনে এটি আরও কমে যেতে পারে। সাখার প্রায় পুরোটাই পারমাফ্রস্ট জোনে অবস্থিত। এই অঞ্চলের রাজধানী ইয়াকুটস্কে (যা মস্কো থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত) তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে মাইনাস ৫০ সেন্টিগ্রেডের তাপমাত্রা কম দেখা যাচ্ছে। উষ্ণতার কারণে পারমাফ্রস্ট গলে যাওয়ার ক্রমবর্ধমান লক্ষণ দেখাচ্ছে। এদিকে রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় তুষারপাত হয়েছে। এর ফলে গতকাল সোমবার কিছু বিমানবন্দরে বহু ফ্লাইট বিলম্ব হয়েছে এবং রানওয়েগুলো ঘন তুষারে ঢেকে গেছে। আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, মস্কোর তিনটি বৃহত্তম বিমানবন্দরে কমপক্ষে ৫৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং পাঁচটি বাতিল করা হয়েছে।

এই সপ্তাহের শেষের দিকে মস্কোর তাপমাত্রা প্রায় মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।