ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রবল বৃষ্টিতে পানির নিচে চেন্নাই

প্রবল বৃষ্টিতে পানির নিচে চেন্নাই

ঘূর্ণিঝড় মিগজাউম এখনো স্থলে আছড়ে পড়েনি। এর আগেই প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের চেন্নাই। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। গতকাল দুপুরনাগাদ এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ ও তামিলনাড়ুতে আছড়ে পড়ার কথা। তবে তার আগেই তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে বেহাল চেন্নাই। পানিতে ভেসে গেছে পুরো শহর। রাস্তায় এতটাই পানি জমেছে যে, গাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে। খবর এনডিটিভির।

এমন পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার গতকাল সোমবার ছুটির দিন ঘোষণা করেছে। চেন্নাইয়ের পানি জমার বিভিন্ন ছবির ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেন্নাই বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরের অনেকখানি অংশ ভেসে যাওয়ায় বিমান উঠানামার মতো অবস্থা ছিল না। ১২টি বিমানকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আজ (মঙ্গলবার) দুপুরে আছড়ে পড়তে পারে। তারপর সেটি উত্তর তামিলনাড়ুর দিকে যাবে। তখন সেখানে বাতাসের গতিবেগ থাকবে ১০০ কিলোমিটারের মতো। যে জায়গায় ঝড়ের আছড়ে পড়ার কথা, তা চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দূরে। ভারতের দক্ষিণের রাজ্যগুলো ও ওড়িশাকে এরই মধ্যে ঝড়ের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত